রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের ৩ নেতার ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
বৃহস্পতিবার (৩ নভেম্বর), ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্তে নিজ আবেদনের প্রেক্ষিতে সাংগঠনিক সম্পাদক, মুশফিক তাহমিদ তন্ময়। উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক
আব্দুল হক,এবং উপ-মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদকের মোঃ আবু হাশেম ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।
রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, দলের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় কমিটি। তারা আবেদনের প্রেক্ষিতে প্রত্যাহার হয়েছেন বলে জানান।