প্রেস বিজ্ঞপ্তি: পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন বহুতল ভবনের নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে এই সভার সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
সভায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় রাসিকের নির্মাণাধীন ১৬ তলা ‘সিটি সেন্টার’, আটতলা ‘স্বপ্নচূড়া প্লাজা’ ও আটতলা ‘দারুচিনি প্লাজাসহ অন্যান্য ভবন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় মেয়র খায়রুজ্জামান লিটন নির্মাতা প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যেই বহুতল ভবনগুলোর নির্মাণ কাজ শেষ করার তাগিদ দেন।
সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড সরিফুল ইসলাম বাবু, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহ, মাননীয় মেয়রের একান্ত সচিব মো. আলমগীর কবির, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, ভারপ্রাপ্ত প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূরে-ই-সাঈদ, বহুতল ভবন নির্মাতা প্রতিষ্ঠানের ফরিদ উদ্দিন, রুহুল আমিন, আব্দুল আওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।