সভায় সুলতানগঞ্জ পোর্ট অব কল এবং সুলতানগঞ্জ-মায়া নৌপথে পণ্যবাহী নৌযান চালুর গুরুত্ব এবং ভবিষ্যতের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।এ সময় সভায় রাজশাহীর পরিস্কার-পরিচ্ছন্নতা ও সবুজায়নের ভূয়শী প্রশংসা করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীবাসী মেয়র খায়রুজ্জামান লিটনের উপর আস্থা রেখেছেন। উনাকে নিয়েই সকলে স্বপ্ন দেখেন। আর উনি রাজশাহীকে নিয়ে স্বপ্ন দেখেন ও স্বপ্নগুলো বাস্তবায়ন করে দেখান।
সভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম খান, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান (বাচ্চু),