রেলওয়ে জলাশয় অবৈধ ভাবে মাটি ভরাট করে বিক্রির প্রতিবাদে মানববন্ধন


চারঘাট প্রতিনিধিঃ রেলওয়ে জলাশয় অবৈধ ভাবে মাটি ভরাট দিয়ে বিক্রয়ের প্রতিবাদে রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়ার নন্দনগাছীতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নাজমুন নাহার (ভাংগুড়া, পাবনা) এর নির্বাহী ক্ষমতা বলে তার পরিবার সদস্যগণ রেলওয়ে জলাশয়-কৃষি জায়গা মাটি ভরাট দিয়ে, প্লটকরে উচ্চ মূল্যে বিক্রয়ের অভিযোগ করেন এলাকার জনসাধারণ। অদ্য ২৯শে মে ২০২৪ রোজ বুধবার নন্দনগাছী এলাকাবাসী অবৈধ ভাবে ভটারকৃত জায়গার সামনে মানব বন্ধনের আয়োজন করে। সাধারণ জনগণের দাবি যতদিন জলাশয় ছিলো আমাদের কোন সমস্যা ছিলো না। কিন্তু মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ শাকিব তার বোন উপজেলা নির্বাহী অফিসার এর ক্ষমতা বলে বাইরের মানুষের কাছে উচ্চ মূল্যে যাথাক্রমে প্রতি ১০ ফিট জায়গা এক লক্ষ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বিক্রয় করে। বাণিজ্যিক উদ্দেশ্যে যাদের কাছে বিক্রয় করেছে তারা রাতের অন্ধকারে উক্ত রেলওয়ের জলাশয়ে মাটি ভরাট দেওয়া শুরু করে। ঠিক সেই সময় গ্রাম বাসী বাধা দিলে কাজটি বন্ধ হয়ে যায় এবং এলাকাবাসী উক্ত জায়গাটি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করে। এর ফলে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নাজমুন নাহার (ভাংগুড়া, পাবনা) এর ক্ষমতা বলে গ্রাম বাসিকে প্রশাসনিক হুমকি থেকে শুরু করে হেনস্থা করার চেষ্টা করে। যার প্রতিবাদে এই মানববন্ধন। উক্ত মানববন্ধনে এলাকাবাসির দাবি অবৈধ্য ভাবে ভরাটকৃত জায়গা এলাকার কর্মহীন-বেকার দের বরাদ্দ দিলে তাদের কর্মসংস্থান হবে। রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রশাসন বিষয়টা সঠিক তদন্তের মাধ্যেমে সমাধানের জন্য সবাই মত প্রকাশ করেন।