আগেই সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। শেষ ম্যাচ হারলে হোয়াইটওয়াশের র্যাংকিংয়ের শীর্ষস্থানটা হারাতে হত সফরকারীদের। ৫ উইকেটের জয়ে অজিরা ঠেকিয়েছে দুটো পতনই। শেষ ম্যাচে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে তিন টি-টুয়েন্টির সিরিজে ধোলাই ও র্যাংকিং অবনমন এড়িয়েছে অ্যারন ফিঞ্চের দল।
তিন ম্যাচই হল সাউদাম্পটনে। প্রথম টি-টুয়েন্টিতে ২ রানে জেতে স্বাগতিকরা, পরেরটি ৬ উইকেটে জিতে সিরিজ ঘরে রাখে। শেষে এসে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া এড়িয়েছে হোয়াইটওয়াশ।
চারদিন পর থেকে এবার ম্যানচেস্টারে তিন ওয়ানডের সিরিজে নেমে পড়বে ইংলিশ-অজিরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৪৫ রান পর্যন্ত যেতে পারে ইংল্যান্ড। রেয়ারস্টো ৪৪ বলে ৫৫, আপদকালীন অধিনায়ক মঈন আলি ২৩, মালান ২১ ও ডেনলি ২৯ রান করে যোগ করেন।
অস্ট্রেলিয়া জবাব দিতে নেমে ৩ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ে নোঙর ফেলে। অধিনায়ক ফিঞ্চ ২৬ বলে ৩৯ দিয়ে যাওয়ার পর মিচেল মার্শ ৩৬ বলে ৩৯ রানে ম্যাচ শেষ করে আসেন।