লালপুরে লাভলী ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত


নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে লাভলী ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) উপজেলার গোপালপুর আদর্শ মহিলা কলেজে অনুষ্ঠিত পরিক্ষার কেন্দ্র পরিদর্শন করেন গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, সদস্য মাহফুজ আহমেদ মাউন প্রমূখ।
এবিষয়ে কেন্দ্র সচিব অসিত কুমার সরকার জানান, উপজেলার শতাধিক প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্ডেনের স্কুলের পঞ্চম শ্রেণির মোট ৪৪৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছেন। এর মধ্যে ২০ জনকে ট্যালেন্টপুলে ও ৩০ জনকে সাধারণ বৃত্তি দেওয়া হবে।