লালপুরে শ্রমিক নেতা মঞ্জু হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শোক সভা


নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি মনজুর রহমান মঞ্জু হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টার দিকে চিনি কলের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন শ্রমিক-কর্মচারীরা।
এ সময় বক্তব্য রাখেন, সিবিএ সভাপতি আশফাকুজ্জামান উজ্জল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, নিহত মঞ্জুর ছোট ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাক সহ অন্যান্যরা।
শোক সভায় বক্তারা বলেন, শ্রমিক নেতা মঞ্জু হত্যার আসামি হাসান আলী টুমন সহ সকল হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করা এবং তাদের ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল রাতে লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনের গেটে একটি কনফেকশনারীর দোকানে বসে থাকা অবস্থায় মঞ্জুকে গুলি হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় নিহত মঞ্জুর ভাই মাসুদ রানা বাদী হয়ে  ১৬ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে।