
এইচএসবিসি ব্যাংকের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়ন করে রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিট।
খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, মাননীয় মেয়রের একান্ত ব্যক্তিগত সহকারী আব্দুল ওয়াহিদ খান টিটু, শাহমখদুম থানা আওয়ামী লীগ সভাপতি সৈয়দ আক্তারুল আলম, মহানগর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাবুদ্দিন, ১৯ নং ওয়ার্ড (উত্তর) আওয়ামী লীগ সভাপতি হাসেন মন্ডল, সাধারণ সম্পাদক বাবর আলী, ১৯ নং ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগ সভাপতি রেজাউল হক মঞ্জু, শাহমখদুম থানা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, ওয়াসা শ্রমিকলীগ সভাপতি মোঃ আশরাফ আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন রেড ক্রিসেন্ট সোসাইটির সিটি ও জেলা ইউনিট অফিসার বাকি বিল্লাহ। রেড ক্রিসেন্টের যুব সদস্যরা সামাজিক দূরত্ব ও শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করেন।