লিরিয়ালের জার্সিতে এমবাপ্পের অটোগ্রাফ, কী ইঙ্গিত দিলেন?


ভক্তের রিয়ালের জার্সিতে কিলিয়ান এমবাপ্পের অটোগ্রাফ। ছবি : এএফপি

কিলিয়ান এমবাপ্পের সঙ্গে পিএসজির যাত্রা শেষ। সদ্য সমাপ্ত মৌসুমই ছিল ফরাসি ক্লাবটির জার্সিতে তাঁর শেষ সিজন। আগামী মৌসুমে কোথায় যাবেন, সেটি স্পষ্ট করেননি এমবাপ্পে। বরাবরের মতোই সবার ধারণা, পরবর্তী গন্তব্য হতে চলেছে রিয়াল মাদ্রিদ। গত কয়েক মৌসুম ধরেই দলবদলের বাজারে মাদ্রিদ ও এমবাপ্পেকে ঘিরে তৈরি হয় নানা খবর।

চলতি মাসেই শুরু হবে ইউরো চ্যাম্পিয়নশিপ। ইউরোপের সবচেয়ে বড় আসরে অংশ নিতে জার্মানি যাওয়ার আগে নিজ দেশ অনুশীলন করছে ফ্রান্স। দলের অনুশীলন দেখতে মাঠে হাজির হন ভক্তরা। সেখানেই রিয়াল মাদ্রিদের জার্সি পরা এক ভক্তের আবদার মেটালেন এমবাপ্পে। মাদ্রিদের জার্সিতে অটোগ্রাপ দিলেন বিশ্বকাপজয়ী তারকা। যাতে আরও জোরালো হলো, তাঁর মাদ্রিদে আসার গুঞ্জন।

এদিকে গোল ডটকমের প্রতিবেদন অনুসারে এমবাপ্পে বলেন—‘আমি ভালো থাকতে চাই। প্রথমবার নিজ দেশের বাইরে যাচ্ছি। নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। আমি অনেক ট্রফি জিততে চাই। নিতে চাই নতুন অভিজ্ঞতা। আমার নতুন ক্লাবে যেতে তর সইছে না।’