শক্তশালী প্রতিদ্বন্দ্বি না থাকায় আ.লীগ প্রার্থী মজনু ফুরফুরে


দীপক কুমার সরকার, বগুড়া: নির্বাচন কমিশন ঘোষিত তফসীল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী মাঠে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। তবে দেশের আরেকটি বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি ও তার জোটগত দলগুলো এ নির্বাচন ব্যবস্থা বানচাল করতে বিভিন্ন কর্মসুচী চালিয়ে যাচ্ছে। হরতাল-অবরোধের পাশাপাশি ভোটকেন্দ্রে জনসমাগমের উপস্থিতি ঠেকাতে সরকারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে ভোটারদের নিরুসাহিত করতে লিফলেট বিতরণ করছে। এ নির্বাচনে বগুড়া জেলার সাত আসনের মধ্যে আওয়ামীলীগের দলীয় প্রার্থী ৪জন নৌকা প্রতীক নিয়ে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। এদের মধ্যে বগুড়া-৫ আসন শেরপুর-ধুনট নির্বাচনী এলাকায় প্রার্থী হয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু।

নির্বাচন মানেই এক ধরণের বড় উৎসব। চলবে আলোচনা-সমালোচনার তুমুল ঝড়। প্রার্থীদের প্রচারণা আর ভোটারদের আলোচনায় সরগরম থাকে নির্বাচনী এলাকা। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় প্রতীক বরাদ্দের সপ্তাহ পেরিয়ে গেলেও বগুড়ার শেরপুর ও ধুনটে নেই প্রচারণার উত্তাপ। প্রত্যন্ত এলাকাগুলোতে দেখা মিলছে না প্রার্থীদের পোস্টার, ব্যনার ও লিফলেট। নেই কোন চা-স্টল, হোটেল-রেস্তরা এমননি জনসমাবেত স্থলে শোনা যাচ্ছে ভোট নিয়ে তুমুল আলোচনা। আর প্রচার মাইকিং এর শব্দ সাধারণ ভোটারদের কান অবদি পৌছাটা এখন স্বপ্নের মতো মনে হচ্ছে।

তবে এ আসনে স্বতন্ত্র কোন প্রার্থী না থাকলেও জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ-ইনু)এর দলীয় প্রার্থী রাসেল মাহমুদ(মশাল প্রতিক), ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা নজরুল ইসলাম(মিনার), বাংলাদেশ কংগ্রেস পার্টির মামুনুর রশিদ(ডাব) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) প্রার্থী আলী আসলাম হোসেন রাসেল টেলিভিশন প্রতিক।

এদিকে দেশের আরেক বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় এ নির্বাচনী এলাকার হেভিওয়েট প্রার্থী ভোট যুদ্ধে নেই। আরেক রাজনৈতিক দল জাতীয় পার্টির দলীয় প্রার্থীও তার মনোনয়ন টেকাতে পারেনি। তবে এ নির্বাচনে বিএনপি ও জাপার প্রার্থী বিহীন এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীদের জনসমর্থন তেমনটা পরিলক্ষিত হচ্ছে না। সবমিলিয়ে এ আসনে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বি নির্বাচনী মাঠে না থাকায় বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন আ.লীগের প্রার্থী মজিবর রহমান মজনু।

জানা গেছে, শেরপুর ও ধুনট উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৫ আসন একসময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। কিন্তু ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনটি আওয়ামী লীগের দখলে চলে যায়। এছাড়া ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নেয়ায় বিনা ভোট এবং ২০১৯ সালে আবারও আওয়ামীলীগের দখলে থাকে এ আসনটি। তাই পরপর তিনবার এ আসনটি দখলে থাকায় বিএনপির ঘাঁটিতে শক্ত অবস্থানে রয়েছে আওয়ামীলীগ। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোই এখনও বিএনপির ঘাঁটিতে বড় ফ্যাক্টর হয়ে দাড়িয়েছে।

নির্বাচন অফিসসূত্রে জানা গেছে, স্বাধীনতার পর ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামীলীগের প্রার্থী সাংবাদিক আমানউল্লাহ্ খান নির্বাচিত হন। এরপর ১৯৭৯ সালে বিএনপির প্রার্থী এ্যাডভোকেট হাবিবুর রহমান, ১৯৮৬ সালে আওয়ামীলীগের প্রার্থী ফেরদৌস জামান মুকুল, ১৯৮৮ সালে জাতীয় পার্টির প্রার্থী এ্যাডভোকেট শাহজাহান আলী তালুকদার নির্বাচিত হন।

এছাড়া ১৯৯১ ও ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারী, ১৯৯৬ সালের শেষের দিকে এবং ২০০১ সালের নির্বাচনে পর পর চার দফায় বিএনপির প্রার্থী শেরপুরের সন্তান গোলাম মোহাম্মদ সিরাজ এমপি নির্বাচিত হন। কিন্তু ২০০৮ নির্বাচনের আগে সংস্কারপস্থী নেতা হিসাবে পরিচিতি পাওয়ায় গোলাম মোহাম্মদ সিরাজ রাজনীতি থেকে দূরে সরে যান। পরবর্তীতে জানে আলম খোকা বিএনপির দলীয় মনোনয়ন পান। ২০০৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী জানে আলম খোকাকে পরাজিত করে ধুনটের সন্তান সাবেক পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি নির্বাচিত হন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন ও ২০১৯ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন হাবিবর রহমান। এদিকে পরপর তিনবার এই আসনটি দখলে থাকায় বিএনপির ঘাঁটিতে শক্ত অবস্থান তৈরী করে আওয়ামীলীগ। গত পনের বছরে এলাকার অনেক উন্নয়নমূলক কর্মকান্ড করে এখনও আওয়ামীলীগের জনপ্রিয়তা সর্বত্র রয়েছে।

এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু। তিনি এর আগে ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে ৫১ হাজার ১১৬ ভোট পেয়ে পরাজিত হয়। ওই নির্বাচনে তৎকালীন জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস জামান মুকুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেওয়াল ঘড়ি প্রতিকে ৭৪ হাজার ২৫০ ভোট পেয়েছিলেন। সেক্ষেত্রে বিএনপি’র প্রার্থী গোলাম মো. সিরাজ ধানের শীষ প্রতীকে ১লাখ ৫৮ হাজার ৮৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। সে নির্বাচনে অবশ্য শতকরায় ৭৭.৬৩% ভোট পরেছিল। এরপর ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে প্রথমে নৌকার টিকেট পেয়েছিলেন। পরে তাকে বাদ দিয়ে সাবেক পুলিশ সুপার বীরমুক্তিযোদ্ধা হাবিবর রহমানকে নৌকা প্রতীক বরাদ্দ দেয় দলীয় হাইকমান্ড । তবে সংসদ নির্বাচনের মনোনয়ন না পেয়ে মজিবর রহমান মজনু ২০১৪ সালে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে শেরপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেন। কিন্তু জামায়াতের প্রার্থী দবিবর রহমানের কাছে ৩৭ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন। এরপর পুনরায় ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েই নির্বাচনী মাঠ গোছাতে বরাবরই ব্যস্ত থাকেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগের প্রার্থীতা পেয়েই মজিবর রহমান মজনু শেরপুর-ধুনট উপজেলা আওয়ামীলীগকে আরো সু-সাংগঠনিকভাবে প্রস্তুত করেছে। তবে এ নির্বাচনে বিএনপি-জামায়াতের অংশগ্রহন না হওয়ায তথা শক্ত প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় ফুরফুরে মেজাজে রয়েছে। এখন শুধু তিনি ভোটকেন্দ্রগুলো বেশী সংখ্যক ভোটারের উপস্থিতি ঘটাতে দলীয় নেতাকর্মীদের নিয়ে উঠান বৈঠকসহ নির্বাচনী প্রচারণার বার্তা প্রেরণ করে যাচ্ছেন গ্রামে-গঞ্জে।

শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বলেন, ইতিমধ্যে তারা সাংগঠনিকভাবে দলীয় পর্যায়ে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির মিটিং সম্পন্ন করেছেন। এখন পর্যায়ক্রমে খুলি বৈঠক এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করা হচ্ছে। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের অভূত উন্নয়নমুলক কর্মকান্ড তুলে ধরে ভোট কেন্দ্রগুলোতে উৎসব মুখর পরিবেশে ভোটার উপস্থিতি ঘটাতে উৎসাহিত করা হচ্ছে।

বগুড়া-৫ আসনে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে শেরপুর উপজেলা এবং ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে ধুনট উপজেলা। এই দুই উপজেলা (শেরপুর-ধুনট) আসনে ৫ লাখ ৪০ হাজার ৬৮ জন। নতুন ভোটার সংখ্যা ৭৬ হাজার ৭৮৩ জন। শেরপুর উপজেলায় পুরোনো ভোটার রয়েছেন ২ লাখ ৮৮ হাজার ২৭২ জন। নতুন করে ভোটার হয়েছেন ৩৩ হাজার ৯০৩ জন। আর ধুনটে পুরোনো ভোটার ২ লাখ ৬৪ হাজার ১৫০ জন। এ উপজেলায় নতুন করে আরও ৪২ হাজার ৮৮০ জন ভোটার হয়েছেন।