পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকীতে উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার সন্ধ্যায় রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বিরালদহতে জেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠানের আয়োজন করেন। সভাপতির অনুমতিক্রমে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ দারা, আওয়ামীলীগ নেতা আমানুল হক দুদু, মনিরুল ইসলাম তাজুল, এস এম একরামুল হক, জাকিরুল ইসলাম সান্টু, মোঃ আব্দুস সামাদ, প্রদ্যুত কুমার, দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি হাসমত দৌলা, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল সহ অনেকে উপস্থিত ছিলেন।