নিজস্ব প্রতিবেদকঃ শার্শা সীমান্ত অভিযান চালিয়ে শাহিন হোসেন (১৪) নামে এক কিশোর কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বাগঁআচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা আটক করে।আটকৃত কলারোয়ার গয়ড়া গোয়াল বাতান গ্রামের আঃআলিমের ছেলে।
বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার মন্ডল জানায়, গোপন খবর আসে এক কিশোর সীমান্ত থেকে ফেন্সিডিলের একটি চালান এনে স্থানীয় রাড়ীপুকুর ময়নার বটতলা নামক স্থানে অবস্থান করছে।
সেখানে অভিযান চালিয়ে এক শিশুকে ৮০ বোতল ফেন্সিডিল সহ হাতে নাতে আটক করা হয়।তার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে যশোর কোর্টএ পাঠানো হবে।