শাহজাদপুরে জমি জমা সংক্রান্ত বিরোধ সংঘর্ষে নিহত ১ আহত ২০


মোঃ আব্দুল কুদ্দুস, শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি: জমি- জমা সংক্রান্ত বিরোধ ও গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা গালা ইউনিয়নের চরবর্ণিয়া গ্রামে আখের গ্রুপ ও সায়েম গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

১৮ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৫ টা থেকে প্রায় ঘন্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষ চলাকালে সায়েম গ্রুপের সমর্থক ছানোয়ার হোসেন (৩৫) নামে এক কৃষক প্রতিপক্ষের ফালার আঘাতে নিহত হয়েছেন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। এদিকে সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

নিহত ছোরমান ওই গ্রামের খোদাবক্সের ছেলে। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, জমি- জমার মালিকানা নিয়ে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে আখের, হামিদ ও মতিনের নেতৃত্বে তাদের দলবল দেশীয় অস্ত্র -শস্ত্র নিয়ে সায়েম গ্রুপের সমর্থকদের বাড়ি-ঘরে হামলা চালালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, জমি- জমার মালিকানা ও আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে নিহত ছানোয়ার হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে  ১২৫ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেছে। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন ।