
এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলা পুকুরে শিশুকিশোরেরা গোসল করতে নামলে লাশটি তাদের পায়ে বাঝে। এসময় শিশু কিশোরদের চিৎকার চেচামেচিতে এলাকার মানুষজন লাশটি উদ্ধার করা স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিলে তাকে মৃত ঘোষনা করা হয়।
পরিবারের লোকজন বলেন, নিহত জীবন পুকুরে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি।
এ ব্যপারে শাহজাদপুর থানার ওসি( তদন্ত) আসলাম হোসেন বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।