
মঙ্গলবার দুপুরে চককীর্তি ইউনিয়ন পরিষদ চত্বরে তাকে এই অর্থদন্ড প্রদান করেন ইউপি চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা। জানা গেছে- সকালে অবৈধভাবে পাখি শিকার করে চককীর্তি বাজারে বিক্রয় করছিল জুবায়ের আলী।
এ সময় বিষয়টি চককীর্তি ইউনিয়ন পরিষদ জানতে পেয়ে গ্রামপুলিশের মাধ্যমে তাকে আটক করা হয়। পরে তাকে দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পাশাপাশি তার কাছে থাকা ঘুঘু ও বাবুই পাখিসহ বিভিন্ন প্রজাতির প্রায় দেড় শতাধিক পাখি অবমুক্ত করা হয়।