
বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে পোশাক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার আবু বাক্বার প্রমুখ শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চেন্ধুরী যুবায়ের আহাম্মদ। অনুষ্ঠানে জেলা প্রশাসক এ কে মে গালিভ খান উপজেলার ১৫টি ইউনিয়নের ১৫০জন গ্রাম পুলিশের মাঝে পোশাক ও অন্যান্য সরঞ্জাদি বিতরণ করেন।
এ সময় তিনি বলেন দেশের উন্নয়নে গ্রাম পুলিশের ভূমিকা অনেক।বর্তমানে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে গ্রাম পুলিশের অনেক অবদান রয়েছে এবং ভবিষ্যতে শিবগঞ্জের গ্রাম পুলিশদের অনেক বেশী ভূমিকা রাখার আহ্বান জানান।
এর আগে তিনি শিবগঞ্জ থানা ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।