ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার খড়গপুরে ট্রাক চাপায় এক পথচারী নিহত হয়েছে। নিহত পথচারী একই উপজেলার মোবারকপুর ইউনিয়নের বেনজির আহমেদের ছেলে তৌহিদ আহমেদ (১৪)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার তৌহিদ আহম্মেদ খড়গপুর বাজারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাবার সময় চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক তৌহিদকে চাপা দিলে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়দের সহায়তায় তার পরিবারের সদস্যরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় তৌহিদ।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ জানান,খড়গপুরে একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করেছে।