শিবগঞ্জে বিপুল পরিমান মাদক ও মোটর সাইকেলসহ যুবক আটক


শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ  শিবগঞ্জ সীমান্তে  এক কেজি৫৬৫ গ্রাম হিরোইন,২৯৮৫ পিস ইয়াবা,১৫বোতল ফেনসিডিল  ও একটি মোটর সাইকেল সহ শাহাদাত হোসেন(২৩) নামে এক যুবককে আটক করেছে সোনামসজিদ  বিওপির বিজিবির সদস্যরা।বটককৃত  শাহাদাত  হোসেন হলো শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুরইউনিয়নের আজমতপুর কাগমারী গ্রামের আঃ রশিদের ছেলে।
৫৯ বিজিবি  প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  ১০ জানুয়ারি বুধবার   দুপুরে  সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কয়লাবাড়ী বিজিবি ভেহিক্যাল স্ক্যানার এলাকায় সোনামসজিদ বিওপির নায়েক সেলিম রেজা এর নেতৃত্বে বিজিবিরএকটি টহল দল  সীমান্ত পিলার ১৮৪/৪ এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে  শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী বিজিবি ভেহিক্যাল স্ক্যানার চেকপোষ্ট এলাকায় সোনামসজিদ- কানসাট যাবার পথে একটি মোটর সাইকেল তল্লাশী করে মোটর সাইকেলের ক্যরিয়ারে কালো ব্যাগে ঝুলানো অবস্থায় ১.৫৬৫ কেজি ভারতীয় হেরোইন, ১৯৮৫ পিস ইয়াবা, ১৫ বোতল ফেন্সিডিল পাওয়া যায়এ সময় ওই মাদকগুলি সহ মোটরসাইকেলটি জব্দ করে এবং শাহাদাত হোসেন (২৩)কে আটক করে।
এ ব্যসপারে শিবগঞ্জ  থানায় একটি মামলা হয়েছে এবং আটককৃত যুবককে  শিবগঞ্জ থানায় শিবগঞ্জ  থানা পুলিশের সহায়তায় মামলায় গ্রেফতার  দেখিয়ে জেলা কারাগারে  পাঠানো হয়েছে , আটককৃত যুবক এলাকার তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী এবং তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।