শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের দুর্লভপুর, চককীর্তি ও পাঁকা ইউনিয়নে অসহায়-দুস্থ পরিবারের ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম। এর আগে পাঁকা ইউনিয়নে অসহায় দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস।
এ সময় উপস্থিত ছিলেন দুর্লভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজম আলী, চককীর্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা ও শিবগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমূখ।
উল্লেখ্য, দুর্লভপুরে ৭ হাজার ৩১৬ , ৪ হাজার ৯৭২ ও পাঁকায় ২ হাজার ৯৭৩ পরিবারকে ১০ কেজি হারে দেয়া হয় এই ভিজিএফের চাল বিতরণ হয়।