শিবগঞ্জে মাদ্রাসার শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান


শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা শ্যামপুর ইউনিয়নের ভবানীপুর দারুল হাদিস ফাজিল মাদ্রাসার  দাখিল, আলিম ও ফাজিল পরীক্ষার্থীদের বিদায় ও নবীণ শিক্ষার্থীদের বরণ সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৬ ফেব্রুয়ারি)বেলা ১১টার দিকে ভবানীপুর দারুল হাদিস ফাজিল মাদ্রাসার প্রাঙ্গণে অধ্যক্ষ ইলিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক জাকির আহম্মেদ মিতু।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম, অত্র কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালেক, শরতনগর দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আব্দুল মালেক, তের রাশিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট একরামুল হক,মাওলানা মিনহাজুল হক,বিশিষ্ট সমাজসেবক একরামুল প্রমুখ।
অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের সাফল্য ও নতুন ছাত্র/ ছাত্রীসহ সকলের সাফল্য কামনা করে এক দোয়া অনুষ্ঠিত হয়।