
গত ২রা নভেম্বর সৈয়দ নজরুল ইসলামের স্বাক্ষরিত স্থানীয় সরকারের পত্রের মাধ্যমে জানা যায়, স্থানীয় সরকার সচিব বরাবরে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তিনি পদত্যাগ পত্র দাখিল করেন। পদত্যাগ পত্রে তিনি ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় পদত্যাগের কথা উল্লখ করেন।
উল্লেখ্য, সৈয়দ নজরুল ইসলাম ২০১৯ সালের ২৪ শে মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচন হন এবং একই সালের মে মাসের ১৯ তারিখে শপথগ্রহণ করেন।