ফয়সাল আজম অপু: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন (৪২) নামে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি হলো, তেলকুপি গ্রামের আয়নাল হোসেনের ছেলে।
বিশ্বস্ত সুত্রে যায়, ৪ জুলাই রহনপুর ব্যাটেলিয়ান (৫৯/বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা তেলকুপি বিওপি মেইন পিলার ১৮০/৪ এস এবং ৫ এর মাঝে বাংলাদেশের নাগরিক পাখি মারার উদ্দেশ্যে যায়।এবং ২৪/বিএসএফ-এর গোপালনগর বিওপি পোষ্টের সদস্য তাকে ডাকে উক্ত বাংলাদেশী নাগরিক না গেলে ২৪/ বিএসএফের পোস্ট এর সদস্য বাংলাদেশের নাগরিকের উপর দুই রাউন্ড ফায়ার করে, এতে বাংলাদেশী নাগরিক ঘটনাস্থলে মারা যায়। এবং এলাকার জনসাধারণ তার লাশ উদ্ধার করে।
৫৯ বিজিবি অধিনায়কের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে পাওয়া যায় নি।