শেরপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন


বগুড়া প্রতিনিধি: আধুনিক প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন ও কন্দাল ফলদ উন্নয়ন প্রকল্পের আওতায় বগুড়ার শেরপুর তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ এর উদ্বোধন ও আলোচনাসভা হয়েছে। শনিবার (১৮ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার শুরু হয়। এর আগে বর্ণাঢ্য র‌্যালী উপজেলা চত্বর প্রদক্ষিণ করেন।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন শেষে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মো. মজিবর রহমান মজনু।
উপজেলা নির্বাহি অফিসার মো.সুমন জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা আক্তার।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. আব্দুল হান্নান সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক মো.শাহাদৎ হোসেন, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন শেরপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মকবুল হোসেন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি এসএম আবুল কালাম আজাদ, উপজেলা কৃষকলীগের সভাপতি এম এ মালেক বক্তব্য রাখেন।

এসময় উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ¦ শাহ-জামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আলহাজ¦ গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি. স.ম হাফিজুর রহমান, সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ প্রমুখ সহ উপ-সহকারি কৃষি কর্মকর্তা, কৃষক ও উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

এরপর প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মো. মজিবর রহমান মজনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিশেষ অতিথিবৃন্দ মেলার স্টলগুলো পরিদর্শন করেন।

শেষে প্রধান অতিথি ২০২৩-২৪ অর্থ বছরে ‘‘সম্বলিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ” প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় ৫০% ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কৃষি যন্ত্র বিতরণ করেন। এরপর উপজেলা চত্ত্বরে কয়েকটি বৃক্ষের চারা রোপন করেন।

এ মেলায় কৃষি প্রযুক্তির বিভিন্ন উপকরণ, উদ্ভাবন ও ফলদ-ঔষধী গাছের চারা সম্বলিত ২০ টি স্টল অংশ গ্রহন করে। মেলাটি আগামী ২০ মে সোমবার বিকালে শেষ হবে বলে সংশ্লিষ্ট কৃষি অফিসার জানিয়েছেন।