শেরপুরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত


বগুড়া প্রতিনিধি: স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে ভূমি সপ্তাহ-২০২৪ উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ জুন) বেলা সাড়ে ১১টা দিকে শেরপুর উপজেলা ভূমি অফিস চত্বরে এ অনুষ্ঠান হয়েছে।

উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এস এম রেজাউল করিমের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সুমন জিহাদী। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সীমাবাড়ী ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ওবায়দুর রহমান, শেরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) রবিউল ইসলাম।

এসময় ইউপি চেয়ারম্যান মো.জাকির হোসেন, তবিবর রহমান, পিয়ার হোসেন, জাহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, সাংবাদিক জাহাঙ্গীর ইসলাম, আইয়ুব আলী, বাদশা আলম, রঞ্জন কুমার দে, শুভু কুন্ডু, আবু রায়হান রানা, আব্দুল হান্নান রোকন প্রমুখ, ভূমি অফিসের কানুন গো নজরুল ইসলাম, ভূমি সহকারি কর্মকর্তা রঞ্জু সরকার, জুলফিকার আলী হায়দার, সার্ভেয়ার পরিমল দাস ও নাজির শামীম হোসাইন প্রমুখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভূমি সংক্রান্ত সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভূমি সেবা সপ্তাহে স্মার্ট ভূমিসেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে সূচারুভাবে অবগত করা এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারের সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করাই এবারের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য।

এছাড়া, ভূমিসেবা সপ্তাহকালীন বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বেশকিছু ভূমিসেবা প্রদান করা হবে। তবে চলতি ৮ জুন (শনিবার) থেকে আগামী ১৪ জুন (শুক্রবার) পর্যন্ত নাগরিকদের কাছে বিভিন্ন ভূমিসেবা সহজে পৌঁছে দিতে এ উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়।