
তিনি একজন এনজিও কর্মী বলে জানা গেছে। ২০ জুন বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে এ দুর্ঘনা ঘটে।ফায়ার সর্ভিস ও প্রত্যক্ষদর্শি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ জুন) বিকেল সোয়া ৪ টার দিকে কেশরহাট কামারগাঁ সড়কের গোছা বাজারের ২০০ মিটার পশ্চিমে অটোরিকশা উল্টে গিয়ে খাদে পড়ে কমরেশের উপর চাপা পড়ে।
তিনি গুরুতর আহত হন।এ ঘটনায় তাৎক্ষণিক স্হানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রূত মোহনপুর ফায়ার ষ্টেশনের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে যান। এসাময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে মোহনপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার নিতাই চন্দ্র জানান, আমরা খবর পেয়ে দ্রূত তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।