সড়ক দূর্ঘটনা এড়াতে গাড়ীতে রিফ্লেকটিভ স্টিকার ব্যবহার উদ্বুদ্ধকরণ


মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে সড়ক দূর্ঘটনা এড়াতে তিন চাকা বিশিষ্ট গাড়ীতে রিফ্লেকটিভ স্টিকার ব্যবহার উদ্বুদ্ধকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় বাসষ্ট্যান্ডে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন, সিএনজি সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম বাবু, রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি নূর মোহাম্মদ বিজয়, অটো চার্জার সমিতির সভাপতি মো. মতিউর রহমান, সাধারণ সম্পাদক প্রতাপ কুমার প্রমূখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংক এশিয়া ভাইস প্রেসিডেন্ট মো. শামসুর রহমান, মহাদেবপুর শাখার ক্রেডিট ইনচার্জ ফারুক কোভিদ, সদর ইউপি সদস্য মো. মাসুদ রানা, বিভিন্ন সংগঠনের শ্রমিক নেতা ও চালকরা উপস্থিত ছিলেন।