সবাই যাতে টিকা পায় আমরা সে ব্যবস্থা করব : প্রধানমন্ত্রী


রাজধানীর বিসিএস প্রশাসন একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে আজ বুধবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ফোকাস বাংলা

করোনাকে মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, ‘করোনা আমাদের থামিয়ে দিতে পারেনি, আমরা এগিয়ে যাচ্ছি। আমি পৃথিবীর অনেক দেশে দেখেছি, টিকা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, সমস্যা সৃষ্টি হয়েছে। এমনও হয়েছে যে, কেউ এক ডোজ করোনার টিকা পেয়েছে কিন্তু ছয় মাসের মতো সময় পার হলেও দ্বিতীয় ডোজ পাচ্ছে না। তবে বাংলাদেশে কিন্তু আমরা খুব পরিকল্পিতভাবেই এই টিকাদান কর্মসূচি দিয়ে যাচ্ছি।’

রাজধানীর বিসিএস প্রশাসন একাডেমিতে আজ বুধবার সকালে ১১৯ ও ১২০তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় শেখ হাসিনা আরও বলেন, ‘সবাই মিলে কাজ করার মাধ্যমে আমরা বিরাট একটা সাফল্য অর্জন করতে পেরেছি। আশা করি, বাংলাদেশের কোনো মানুষ বঞ্চিত হবে না। সবাই যাতে টিকা পায়, সেই ব্যবস্থাটা আমরা করব।’

নবীন সরকারি কর্মকর্তাদের জন্য বছর বছর আয়োজন করা হয় আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্স। এ সময় ন্যায়বিচার নিশ্চিতের পাশাপাশি মাঠপর্যায়ে জনগণের সেবক হিসেবে কাজ করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারপ্রধান বলেন, ‘আপনারা সদ্য শিক্ষাজীবন শেষ করে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্ব পালনে সবচেয়ে বেশি যেটি গুরুত্বপূর্ণ, তা হলো—আপনারা আজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে যথাযথভাবে অবহিত হয়েছেন যে, আপনাদের কী করণীয়। মাঠপর্যায়ে গিয়ে আপনাদের কাজ করতে হবে জনগণের জন্য, জনগণের সেবক হিসেবে।’