সরকারের বেঁধে দেওয়া দামে আলু বিক্রি না করায় ফুলবাড়ীতে চার ব্যবসায়ীকে জরিমানা


প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেওয়া দামে আলু বিক্রি না করে বেশি দামে বিক্রি করায় দিনাজপুরের ফুলবাড়ীতে খুচরা চার সবজি ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

বৃহস্পতিবার দুপুর ১২টায় ফুলবাড়ী পৌরবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজ।

এসময় পৌরবাজারে টাকা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যের অধিক মূলে আলু বিক্রির দায়ে সবজি ব্যবসায়ী রানা, তারিকুল ইসলাম ও শ্যামল চন্দ্রকে এক হাজার করে এবং হারুন উর রশিদকে ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

অভিযানে উপস্থিত ছিলেন ভূমি অফিসের নাজির কাম কম্পিউটার অপারেটর আতিকুর রহমান ও থানার উপ পরিদর্শক (এসআই) মশিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স।

এদিকে গতকাল বৃস্পতিবার ফুলবাড়ী পৌর বাজারের পাইকারী ও খুচরা বাজার ঘুরে দেখা যায়, পাইকারী বাজারে আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। একইভাবে খুচরা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪২ টাকা থেকে ৪৫ টাকা দরে।