তিনশর বেশি নাটকে অভিনয় করেছেন আলাউদ্দিন লাল, শুরুটা ২০০৮ সালে। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে হাওয়ায় জরুরি অবস্থায় গত ১১ অক্টোবর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইডিসিএইচ) ভর্তি করা হয় তাঁকে। নাট্যনির্মাতা প্রীতি দত্ত ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানান।
হাসপাতালে ভর্তি আলাউদ্দিন লাল পুরো চিকিৎসার ব্যয়ভার মেটাতে পারছেন না, এমন খবরে তাঁর পাশে দাঁড়িয়েছেন ছোট পর্দার তারকা অভিনেতা মুশফিক আর ফারহান। ৫২ বছর বয়সি এই সহকর্মীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন তিনি।
আলাউদ্দিন লাল বলছেন, ‘শুটিংয়ে ব্যস্ত থাকা সত্ত্বেও ফারহান ভাই নিজে হাসপাতালে আমাকে দেখতে এসেছিলেন গতকাল। এসে তিনি আমাকে অনেক ভালোবাসা এবং সাহস দিয়েছেন আর সঙ্গে নগদ টাকা দিয়েছেন। তিনি বলেছেন, এখন থেকে যা লাগবে চিকিৎসার জন্য তিনি পুরোটাই আমাকে দেবেন। আমি যেন কোনও টেনশন না করি। আল্লাহর কাছে দোয়া করি, ফারহান ভাই যেন অনেক বড় মানুষ হয়।’