শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ। গতকাল শনিবার রাত ৯টায় শাহজাদপুর প্রেস ক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু।
সভায় বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, সিনিয়র সাংবাদিক আতাউর রহমান পিন্টু, আবুল কাশেম, সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির, মুমীদুজ্জামান জাহান, এম. এ জাফর লিট্ন, আব্দুল কুদ্দুস , আল আমিন হোসেন, কোরবান আলী লাবলু, আব্দুল কাদের সংগ্রাম, জাকারিয়া মাহমুদ, মির্জা হুমায়ুন প্রমুখ।
মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী মুস্তাক আহমেদ তার দীর্ঘ ৪০ বছরের রাজনীতির ইতিহাস তুলে ধরে বলেন, তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বিরোধীদের দ্বারা বহুবার জেল-জুলুম সহ্য করতে হয়েছে। কেবলমাত্র মানুষের সেবার মাধ্যম হিসেবে রাজনীতি করার কারনে বহুবার অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে। কেবল রাজনীতির জন্য এত জুলুম, এত নির্যাতন, এত বঞ্চনা আর কারো সহ্য করতে হয়নি।
অপরদিকে অন্যান্য বক্তারা নির্বাচনে কালোটাকা এবং ক্ষমতার কুপ্রভাব সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, মুস্তাক আহমেদের মত আজন্ম আদর্শবান একজন রাজনৈতিক কর্মী হেরে গেলে আদর্শের রাজনীতির কবর রচনা হবে। রাজনীতিতে আদর্শবানেরা নিরুৎসাহিত হবে।