সাংবাদিক তবিবুর রহমান এর মৃত্যুতে পুলিশ কমিশনারের শোক


প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ বেতার রাজশাহীর প্রতিনিধি, রাজশাহীর স্থানীয় দৈনিক সোনালী সংবাদের প্রধান প্রতিবেদক ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য তবিবুর রহমান মাসুম এর মৃত্যুতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ হুমায়ুন কবির, বিপিএম, পিপিএম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবাণীতে পুলিশ কমিশনার বলেন, আমাদের সাংবাদিকতা ও সাংস্কৃতিক জগতে তবিবুর রহমান মাসুম ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র ও অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তিনি করোনা সংক্রমণ রোধে সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করছেন। সাংবাদিক মাসুম ক্রীড়া লেখক হিসেবে রাজশাহীতে বেশ পরিচিত ছিলেন। তিনি বিভিন্ন সময়ে ক্রীড়া সাংবাদিক হিসেবে সাফ গেমস, এশিয়ান গেমস ও অলিম্পিক গেমসও কাভার করতে বিভিন্ন দেশ সফর করেন। রাজশাহীর ক্রীড়া লেখক পরিষদের সভাপতি এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ বেতারেও নিয়মিত অনুষ্ঠান পরিচালনা করতেন। তবিবুর রহমান মাসুম এর মৃত্যুতে রাজশাহীর সাংবাদিকতা জগতে গভীর শূন্যতার সৃষ্টি হল। রাজশাহীবাসী হারালো একজন আদর্শবান, মেধাবী ও গুণী মানুষ।

পুলিশ কমিশনার মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।