মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে ১টি গাঁজার গাছ সহ জাহাঙ্গীর (৩২) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত জাহাঙ্গীর উপজেলার দিঘীরহাট হঠাৎপাড়া গ্রামের আয়েশ আলীর ছেলে বলে জানা গেছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপ পরিদর্শক ফারুক মোহাম্মদ জাহাঙ্গীরের নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স সহ উপজেলার দিঘীরহাট হঠাৎপাড়া গ্রামে জাহাঙ্গীরের নিজ বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার বাড়ী হতে একটি ২কেজি ৭শ গ্রাম গাঁজার গাছ আটক করা হয়।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , আটককৃত জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।