সাপাহারে ঘুর্নিঝড় আম্পানের প্রভাবে আম ঝরে পড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি


মনিরুল ইসলাম, সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: ঘুর্নিঝড় আম্পানের প্রভাব পড়েছে নওগাঁর সাপাহারে। যার ফলে ব্যাপক ক্ষয়-ক্ষতির সম্মুখীন হয়েছেন এলাকার কৃষকেরা। বিশেষ করে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন আমচাষীরা। বুধবার দিবাগত রাত থেকে নওগাঁর সাপাহারে শুরু হয় ঘুর্নিঝড় আম্পানের প্রভাব। 

একাধারে কখনো হালকা ; কখনো ভারী ঝড়-বৃষ্টি লেগেই রয়েছে। যার ফলে এলাকার বাগান গুলো থেকে ঝরে পড়ে শত শত মন আম। যাতে করে প্রায় ২০ শতাংশ আম ঝরে গেছে বলে জানান আম চাষীরা। মাত্র ৪০ থেকে ৫০ টাকা মন দরে ঝরে পড়া আমগুলো বাজারে বিক্রয় হচ্ছে । 

যার ফলে মাথায় হাত পড়েছে এলাকার আমচাষীদের। এই অবস্থায় ব্যাপক আর্থিক ক্ষয়-ক্ষতি গুনতে হতে পারে আম চাষীদের। 

একদিকে করোনা ভাইরাসের কারনে আম বাজারজাত করা নিয়ে ব্যাপক দুশ্চিন্তায় আছে আমচাষীরা। অপরদিকে ঘুর্ণিঝড় আম্পানের প্রভাবে বাগানের আমগুলো ঝরে যাওয়ায় বড় আকারের ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়ে পড়েছেন এলাকার আমচাষীরা।