মনিরুল ইসলাম,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে নওগাঁর সাপাহারে ছাত্রলীগের উদ্যেগে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে গোয়ালা ইউনিয়ন শাখা ছাত্রলীগের উদ্যেগে ও সাপাহার সরকারী কলেজ শাখা ছাত্রলীগের নের্তৃত্বে উপজেলার দিঘীরহাট ডিগ্রী কলেজ ক্যাম্পাসে প্রায় শতাধিক গাছ রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাসেল রানা, প্রাক্তন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ওয়াহেদ আলী মাষ্টার, গোয়ালা ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি কামরুজ্জামান, সহ সভাপতি নুরুল হক (আর্মি) , সাধারণ সম্পাদক আইনুল হক মাষ্টার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সুমন, সাধারণ সম্পাদক আবু হানিফ, গোলাম রাব্বানী প্রমূখ।