মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ট্রাক্টরের ধাক্কায় অনীল (৩৫) নামে এক সাইকেল আরোহী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত অনীল পত্নীতলা উপজেলার গোবিন্দবাটী হিন্দুপাড়া গ্রামের লালুর ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে সাপাহার হতে ট্রাক্টরটি আগ্রাদ্বিগুন যাচ্ছিলো।
সেসময় সুনীল সাইকেল যোগে সাপাহার বাজারে আসছিলো। পথিমধ্যে মহিলা কলেজ সংলগ্ন তেঁতুলতলা এলাকায় সাইকেল আরোহীর সাথে ট্রাক্টরের পাশ দিয়ে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই সাইকেল আরোহী অনীল পড়ে গিয়ে গুরুতর জখম হয়।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রাথমিক অবস্থায় লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। তবে থানায় কোন মামলা দায়ের হয়নি।