মনিরুল ইসলাম,সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: “মুজিব বর্ষের আহ্বান,তিনটি করে গাছ লাগান” এই প্রতিপাদ্যের আলোকে নওগাঁর সাপাহারে দুই দিন ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে মাইপুর মধ্যপাড়া যুবসংঘের আয়োজনে ও সংগঠনের সভাপতি হারুনুর রশিদের নের্র্তৃত্বে উপজেলার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত অংশ হিসেবে এই দুইদিন বৃক্ষরোপন কর্মসূচীর উদ্যেগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
এসময় সংগঠনের সাধারণ সম্পাদক নাসির হায়দার সহ সংগঠন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।