সাপাহারে পুকুরে বিষ প্রয়োগ করে পোনামাছ নিধন


মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে কীটনাশক প্রয়োগ করে পোনামাছ মেরে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি করেছে প্রতিপক্ষের লোকজন।
ঘটনাটি ঘটেছে উপজেলার মহজিদপাড়া গ্রামে। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মহজিদ পাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দীনের ছেলে লুৎফর রহমানের সাথে একই গ্রামের মোজাফ্ফরের ছেলে ফিরোজ ও তার দুই সহদোর এবং তার বাবার সাথে বসতবাড়ীর জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে লুৎফরকে হুমকি ধামকা দিয়ে আসছিলো।
এরই সূত্র ধরে বৃহষ্পতিবারে লুৎফরের ৩০শতক জমির উপর খননকৃত পুকুরে বিষ প্রয়োগ করে। যাতে করে চাষকৃত পোনা মাছ গুলো ক্রমান্বয়ে মরতে থাকে। ওইদিন বিকেলে কিছু পোনামাছ মারা যেতে দেখা যায়।
পরে শুক্রবার সকালে সমস্থ পুকুরের মাছ মরে ভেসে যায়। যাতে করে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান মাছচাষী লুৎফর রহমান।
এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা পুলিশ।