সাপাহারে বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে


মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বাল্য বিবাহ নিরোধ আইন -২০১৭ অবহিতকরণ ও মাদক প্রতিরোধ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে সাপাহার উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার ৩ নং তিলনা ইউনিয়ন পরিষদ হলরুমে বিবাহ নিরোধ আইন -২০১৭ অবহিতকরণ ও মাদক প্রতিরোধ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহাজান হোসেন মন্ডল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, তিলনা ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দীন, গোয়ালা ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান মুকুল প্রমূখ।

অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে গোয়ালা ইউনিয়ন পরিষদ ও তিলনা ইউনিয়ন পরিষদের প্রায় শতাধিক লোকজন সহ মসজিদের ইমাম-মুয়াজ্জিন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বাল্য বিবাহ ও মাদকের কুফল সম্পর্কে আলোচনা করেন ।