মনিরুল ইসলাম,সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা হাসুমদ্দীন হাসুকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়েছে।
রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে ইসলামপুর মাদরাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে তার মরদেহ স্থানীয় কবর স্থানে সমাহিত করা হয়। বীর মুক্তিযোদ্ধা হাসুমদ্দীন হাসু রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইসলামপুর গ্রামে নিজ বাস ভবনে বার্ধক্য জনিত কারণে ৭৫ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্না…..রাজিউন) ।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৫বছর। মৃত্যুর পর তিনি স্ত্রী, ছেলে, মেয়ে নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার জানাযা নামাযে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী, থানার অফিসার উনিচার্জ (ওসি) আব্দুল হাই, সহ সকল মুক্তিযোদ্ধা ও গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।