সাপাহারে যথাযথ মর্যাদায় শেখ রাসেলের জন্মদিন উদযাপন


মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর সাপাহারে যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্যে দিয়ে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, র‌্যালি, আলোচনা সভা ও শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের শহীদদের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর এক বর্ণাঢ্য র‌্যালী সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ রাসেলের স্মৃতিচারণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।এসময় ভার্চুয়ালী প্রধান অতিথী হিসেবে উপস্হিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি ।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন, উপজেলা মৎস অফিসার রোজিনা পারভিন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মুহা. রুহুল আমিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) বিনয় কুমার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাবিবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, জেলা পরিষদের সদস্য ইস্ফাত জেরিন মিনা সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান ।