সাপাহারে সেমাই কারখানা ও হোটেলের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা


মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে অস্বাস্থ্যকর, অপরিচ্ছন্ন পরিবেশ ও নিম্নমানের লবন ব্যবহার করায় সেমাই কারখানা ও হোটেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

সোমবার বিকেল ৪ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরীর অভিযোগে উপজেলার খঞ্জনপুরের আব্দুল্লাহ সেমাই কারখানায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

পরে সদরের চাঁপাই হোটেল এন্ড রেস্টুরেন্ট, দীপ্তি মিষ্টান্ন ভাণ্ডার ও নিউ উর্মি হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরী, নিম্নমানের লবন ও পোড়া তেল ব্যবহারের দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।

এনিয়ে মোট ৪টি দোকানে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক শওকত হোসেন সহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।