মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে ৪ কেজি গাঁজা সহ কুখ্যাত ২জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা বাবা ও মেয়ে বলে জানা গেছে।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার সকাল সোয়া ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপ-পরিদর্শক ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স সহ উপজেলার গোয়ালা ইউনিয়নের দিঘীরহাট এলাকায় অভিযান চালায়।
এসময় একটি চার্জার ভ্যান হতে ৪ কেজি গাঁজা সহ নওগাঁ সদর উপজেলার কুজাপাড়া গ্রামের মিজানুর রহমানের স্ত্রী মাদক সম্রাজ্ঞী সামিয়া আক্তার (১৯) ও তার বাবা মহাদেবপুর উপজেলার খাজুর গ্রামের আব্দুল মন্ডলের ছেলে কুখ্যাত মাদক সম্রাট আলাউদ্দীন (৪৫) কে আটক করে।
এ সময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশী করে দুইটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬শ টাকা উদ্ধার করা হয়। সাপাহার থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হবে।