মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর সাপাহারে চলমান আম বাজারকে কেন্দ্র করে রেকার দিয়ে যানজট নিরসনে জেলা হতে রেকারটি আপাতত এ উপজেলায় নিয়ে আসা হয়েছে।
জানাগেছে, নওগাঁ জেলার পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম’র প্রচেষ্টায় জেলার যানজট কমাতে জেলায় একটি রেকার দেওয়া হয়েছে। যা জেলার সকল উপজেলার যানজট কমাতে কাজ করবে। রেকারটি অবৈধ পার্কিং এর জন্যে গাড়ির পেছনে যেন সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে কাজ করবে।
এ বিষয়ে নওগাঁর জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম জানান, আমাদের জেলাতে যানজট কমাতে আমরা একটি রেকার পেয়েছি মূলত এটি যে উপজেলায় যানযট সৃষ্টি হবে আমরা তাৎক্ষণিক সেই এলাকাতে রেকারিং এর মাধ্যমে তা অতি দ্রুত সময়ের জন্য যানজট নিরসন করবো।
এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল বিনয় কুমার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মাহমুদ সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।