সাপাহার সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ উদ্ধার


মনিরুল ইসলাম,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার সীমান্ত হতে ৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। ঘটনাটি ঘটেছে উপজেলার বামনপাড়া সীমান্তে।

বিজিবি সূত্রে জানা গেছে, ২৬ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাত আনুমানিক পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিতিত্তে ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়ন এর অধীনস্থ বামনপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক শ্রী সম্বল বড়ুয়ার নের্তৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ২৪৪/৪-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সরুলিয়া গ্রামের অভ্যন্তরে ধানক্ষেতে অভিযান চালায়।

এসময় মালিকবিহীন অবস্থায় ৩৯ বোতল ভারতীয় মদ (অফিসার চয়েস) আটক করে। অভিযান চলাকালীন সময়ে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। এ বিষয়ে সাপাহার থানায় একটি মামলার প্রস্তুতিচলছে।