মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহার হতে রংপুর পর্যন্ত যাত্রীসেবা নিশ্চিত করছেন বিআরটিসি কর্তৃপক্ষ। এই প্রথম বিআরটিসি বাসে সাপাহার হতে সরাসরি রংপুর যেতে পারবেন এলাকার যাত্রীরা। মঙ্গলবারে স্থানীয় সুধীজনের সমন্বয়ে ইতমধ্যে সাপাহার টু রংপুর ননএসি বাসের শুভ উদ্বোধনী সম্পন্ন হয়েছে।
বিআরটিসি কর্তৃপক্ষ কর্তৃপক্ষ জানান, যাত্রীদের সুবিধার লক্ষ্যে এই প্রথম সাপাহার হতে সরাসরি রংপুর বাস চালু করেছেন তারা। আগামী বুধবার হতে সাপাহার টু রংপুর বাসের প্রথম যাত্রা শুরু হবে। সকাল সাড়ে ৭ টায় সাপাহার ছেড়ে যাবে বিআরটিসি বাসটি। রংপুর হতে দুপুর ২ টায় আবারো সাপাহারে ফিরে আসবে ননএসি বিআরটিসির বিলাসবহুল বাসটি। এতে করে মাত্র ২ শ ৬০ টাকা ভাড়ায় সাপাহার হতে সরাসরি রংপুর যেতে পারবেন যাত্রীরা। তুলনামূলক ভাবে যাত্রী ভাড়া নেহায়েত কম বলছেন বিআরটিসি কর্তৃপক্ষ।
সাপাহার থেকে এই প্রথম রংপুর যাত্রী সেবা নিশ্চিত করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।