সাবেক উপাচার্য আলতাফ হোসেনের মৃত্যুতে রাসিক মেয়রের শোক প্রকাশ


প্রেস বিজ্ঞপ্ত: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মো. আলতাফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র।

 

শোক বার্তায় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তোপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে রাজশাহী মহানগরীর উপশহরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রফেসর মো. আলতাফ হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।