সিরাজগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধে প্রাণ গেল কৃষকের


সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিবেশীর মারধরে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার ছেলে। উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আড়ংগাইল বাজারে বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান। মৃত গোলবার হোসেন (৪৮) আড়ংগাইল গ্রামের আজাহার আলীর ছেলে। গোলবারের ছেলে ৩০ বছর বয়সী শাকিল আহমেদকে আহত অবস্থায় তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের চিকিৎসক ডা. এ এসএম রাকিবুল হাসান বলেন, গোলবার ও শাকিলকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। গোলবারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বগুড়ায় পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে মারা যান তিনি।

মৃত গোলবারের ভাই আব্দুল মজিদ  বলেন, তার ভাই অগ্রহায়ণ মাসে প্রতিবেশী আলামিনের কাছ থেকে বাকিতে পাঁচ মণ ধান কেনেন। কিন্তু টাকা শোধ করতে দেরি হওয়ায় সুদসহ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আরও সময় নেয় সে।
সম্প্রতি গোলবার ধানের দাম হিসাবে সাত হাজার টাকা পরিশোধও করলেও সুদের টাকা দিতে না পারায় কয়েকদিন আগে উভয় পরিবারের মধ্যে ঝগড়া হয় বলে জানান তিনি।

মজিদ আরও বলেন, এ নিয়ে মঙ্গলবার এলাকায় শালিস হওয়ার কথা ছিল। কিন্তু আলামিন ও তার স্বজনরা সিদ্বান্ত অমান্য করায় শালিস হয়নি। এরপর রাতে শাকিলকে তার চায়ের দোকানে পেয়ে আলামিন ও তার স্বজনরা লাঠিসোটা দিয়ে মারধর শুরু করেন। এ সময় তিনি ও গোলবার ঠেকাতে গেলে তাদেরও মারধর করা হয়। পরে স্থানীয়রা গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ওসি শহিদুল বলেন, টাকা লেনদেন নিয়ে শক্রতার জেরে এ ঘটনা ঘটেছে। গোলবারকে বগুড়ায় নেওয়ার পথে তিনি মারা যান। তার লাশ উদ্ধার করে   ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে, তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।