সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


নাজমুল হোসেন( সিরাজগঞ্জ) প্রতিনিধি: বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা-২০২২ এর বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১২১ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থীদের মাঝে শ্রেষ্ঠ ও বিজয়ী পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (৩১ আগষ্ট) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা’র সভাপতিত্বে সদর উপজেলা পরিষদের হলরুমে এ পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ীদের উদ্দেশ্য করে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা যারা গড়বে এরাই সেই সোনার ছেলেরা। তাদের প্রতি আমাদের শিক্ষকদেরকে লক্ষ্য রাখতে হবে।

এ মেধা ধরে রাখতে হবে। বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা মেধা ভিত্তিক শিক্ষা বিস্তার অগ্রনী ভুমিকা পালন করে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি শিক্ষার ক্ষেত্রে বর্তমান সরকারের সাফল্যের কথা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার শিক্ষাবান্ধব সরকার।

এ ছাড়াও সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকগণ, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জাতীয় শিক্ষা সপ্তাহে সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম সরকার,শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল) এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম,শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (মাদ্রাসা) আলোকদিয়া ইসলামিয়া আলিম মডেল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মোঃ দুলাল হোসেন প্রধান অতিথির নিকট থেকে সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন।