সিরাজগঞ্জে রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন -এমপি হেনরী


সিরাজগঞ্জ প্রতিনিধি: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র বাস্তবায়নে সিরাজগঞ্জ জেলার সদর উপজেলাধীন  মুনসুর আলী ষ্টেশন হতে জামতৈল রোড ভায়া এনএইচডব্লিউ পর্যন্ত রাস্তা উন্নয়ন  নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে  কড্ডামোড় এসে তিনি রাস্তাটির  ভিত্তি প্রস্তর স্থাপন করেন  স্থানীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
এসময় নির্বাহী প্রকৌশলী মো: সফিকুল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ মোল্লা, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 রাস্তা উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে দোয়া ও মোনাজাত  করা হয়।