
নিহত নাঈম উদ্দিন তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের বড় ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুল হাকিম।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তাড়াশ থেকে সিএনজিযোগে শাহজাদপুর যাওয়ার সময় সলঙ্গার বনবাড়িয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা পিকআপের ধাক্কায় সিএনজিতে থাকা কলেজছাত্র নাঈম উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। ওই সিএনজিতে থাকা নিহতের বাবা কলেজ শিক্ষক মাজহারুল গুরুতর আহত হন।
এ বিষয়ে সলঙ্গা থানার ওসি এনামুল হক জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।